Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

বর্তমানে চলমান কার্য্যক্রম এর ধারা অব্যাহত রেখে “বৃহত্তর ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প” নামে নতুন একটি প্রকল্পসহ ময়মনসিংহ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় সেচ সম্প্রসারণ এবং কৃষির উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় সরকারের বিভিন্ন কার্য্যক্রম সম্পাদন করা।

“বৃহত্তর ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প’র ভবিষ্যৎ পরিকল্পনা:

ক.

প্রকল্পের আওতায় সেচ অবকাঠামো নির্মাণ এবং যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে জমিতে সেচ সুবিধা প্রদান;

খ.

2018-19 অর্থবছরে (সেচ মৌসুমে) বিএডিসি’র নিয়ন্ত্রণে 289 টি গভীর নলকূপ, 27 টি এলএলপি মাঠে চালু ছিল। সেচকৃত এলাকা ছিল 827 হেক্টর। সেপ্টেম্বর/2019 পর্যন্ত সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা 5,371,723/-টাকা। তন্মধ্যে 1,261,875/-টাকা আদায় করা হয়েছে। অবশিষ্ট অনাদায় সেচচার্জ আদায় প্রক্রিয়া অব্যাহত আছে।

গ.

চলতি 2019-20 অর্থ বছরেও বিএডিসি’র নিয়ন্ত্রণে গভীর  নলকূপ ও এলএলপিসমূহ মাঠে চালু থাকবে এবং সেচ সুবিধা সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় সহযোগীতা প্রদান অব্যাহত রয়েছে।

ঘ.

প্রকল্প এলাকার কৃষকদেরকে সেচ, খাদ্যশস্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কর্মকান্ডে অন্তর্ভুক্তির মাধ্যমে আন্তকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র বিমোচন করা।