Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবার তালিকা
বিস্তারিত

১৯৬১ সনের ১৬ অক্টোবর তারিখে ৩৭নং অধ্যাদেশ বলে ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে, যা বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নামে পরিচিত।


কৃষি মন্ত্রনালয়ের অধীনন্থ সংস্থা হিসাবে বিএডিসি কৃষি উপকরণ ও প্রযুক্তিসমূহ কৃষকদের মাঝে সরবরাহ করেন এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা ও জনগণের খাদ্য নিরাপত্ত অর্জনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। এ অঙ্গীকার বাস্তবায়নে বিএডিসি’র প্রশাসন উইং, অর্থ উইং, বীজ ও উদ্যান উইং, ক্ষুদ্র সেচ উইং এবং সার ব্যবস্থাপনা উইং একযোগে কাজ করে যাচ্ছে।


১. সেবাসমূহ/কার্যাবলীঃ

(বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অর্ডিন্যান্স-১৯৬১, জাতীয় কৃষি নীতি ১৯৯৯ এবং বিএডিসি পূর্নগঠন ১৯৯৯ অনুসরণে)

1. বীজনীতি সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাসত্মবায়নের জন্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান;

2.ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে পানি সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে পরামর্শ প্রদান;

3.সরকারী ও বেসরকারী উদ্যোগে সার আমদানী সংক্রান্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতা প্রদান;

4.সার সংক্রান্ত নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও পরামর্শ সেবা প্রদান;

5.জমিতে রাসায়নিক সার ব্যবহারে কৃষকদের উদ্ধুদ্ধকরণ;

6.রাসায়নিক সার সংগ্রহ, সংরক্ষণপূর্বক তা কৃষকদের মাঝে বিতরণ;

7. যান্ত্রিত চাষ পদ্ধতি ও সেচ কাজে পাওয়ার পাম্পের ব্যবহার প্রবর্তন;

8.গভীর, অগভীর ও হস্তচালিত নলকূপ স্থাপনের মাধ্যমে সেচ সুবিধা প্রদান;

9.গবেষনা প্রতিষ্ঠান হতে সংগৃহীত Breeder Seedদ্বারা Foundation Seedউৎপাদন যা পরবর্তীতে রেজিস্টার্ড সীড উৎপাদনপূর্বক কৃষকদের মাঝে বিতরণ;

10.উৎপাদিত বীজ প্রক্রিয়াজাতপূর্বক কৃষকদের নিকট বিতরণ;

11. ফসলের জমিতে সময়মত কীটনাশক ব্যবহারে কৃষকদের উদ্ধুদ্ধকরণ ও সরবরাহ;

12. দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জাতীয় কৃষি নীতি, কর্মসূচী এবং প্রকল্প সমূহ বাস্তবায়ন করা;

13. প্রতিযোগিতামূলক বাজারে কৃষকদের জন্য ন্যায্য মূল্যে কৃষি উপকরণ (বীজ,সার, সেচ সুবিধা ইত্যাদি) সরবরাহ নিশ্চিত করা এবং উপকরণ বিতরণ ব্যবস্থা বেসরকারিকরণের ফলে কৃষক পর্যায়ে উদ্ভূত সমস্যাবলী দূরীকরণের লক্ষ্যে কৃষি বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করা;

14. কৃষি খামার যান্ত্রিকীকরণ ব্যবস্থার উন্নয়ন করা;

15. কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিজ্ঞানী কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রমকে ত্বরান্বিত করা;

16. কৃষক, ব্যবসায়ী এবং বাণিজ্য সংগঠকদের কৃষি ব্যবসা উদ্যোগকে সহযোগীতা, সহায়তা ও উৎসাহ প্রদান করা এবং সরকার কর্তৃক নির্ধারিত/ঘোষিত অন্যান্য সেবাসমূহ প্রদান করা;

17. উন্নত বীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বিপণন এবং সীমিত আকারে বীজ শিল্প উন্নয়নে বেসরকারী প্রতিষ্ঠান/ব্যক্তিকে সেবা প্রদান;

18. সব্জী, চারা, কলম এবং উদ্যান ফসলের উন্নয়ন ও বাজার সম্প্রসারণ;

19. ক্ষুদ্রসেচ সুবিধা প্রদান, সেচ ব্যবস্থাপনা উন্নয়ন, সেচ সম্প্রসারণ ও সেচ দক্ষতা বৃদ্ধির উপর কৃষক প্রশিক্ষণ;

20. পানি সম্পদ জরীপ, পানির গুনাগুন পরীক্ষা-পরিবীক্ষণ ও তথ্য সেবা প্রদান;

21. দানা জাতীয় শস্য, পাট ও অন্যান্য শস্যবীজ উৎপাদন ও উন্নতমানের বীজ উৎপাদনে সার্বিক সেবা প্রদান;

22. শংকর বীজ উৎপাদন ও বাজারজাতকরণ;

23. আলুসহ উদ্যান ফসলের বীজ/চারা উৎপাদনের পাশাপাশি ব্যক্তি খাতে বাণিজ্যিক উৎপাদনের নিমিত্তে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সেবা প্রদান;

24. উদ্যান ফসলের অভ্যন্তরীণ/রপ্তানী বাজার সম্প্রসারণের ভৌত সুবিধা ও প্রযুক্তিগত উন্নয়ন এবং এতদসংক্রান্ত সহায়ক সেবা প্রদান;

25. ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে পানি সম্পদ উন্নয়ন এবং সরেজমিন দক্ষ সেচ ও পানি ব্যবস্থাপনা (On Farm Water Management) কর্মসূচী বাস্তবায়ন;

26. সেচ এলাকা বৃদ্ধির জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রকল্প মূল্যায়ন ও দিক নির্দেশনা প্রদান; এবং

27. সমন্বিত ও আঞ্চলিক কৃষি উন্নয়নে সেচ ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সেচ ব্যবস্থাপনায় জরুরী সেবা প্রদান।